রাবি শিক্ষার্থীর মৃত্যুতে শোক র্যালি ও সমাবেশ
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের (২৭) অকাল মৃত্যুতে শোক র্যালি করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শোক র্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
বিভাগের শিক্ষক প্রফেসর মোস্তাক আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন , বিভাগের সাবেক সভাপতি প্রফেসর মশিউর রহমান, বর্তমান সভাপতি প্রফেসর তানভীর আহমেদ, প্রফেসর শাতিল সিরাজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা সিফাতের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তবে তার এই অকাল মৃত্যুর পেছনে কোনো কারণ আছে কি না সে বিষয়ে আমরা গভীরভাবে উদ্ধিগ্ন। পরিবারের পক্ষ্য থেকে তার মৃত্যু সম্পর্কে যা বলা হবে তার সাথে আমাদের বিভাগের সহমত থাকবে বলে তারা জানান। এ সময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার রাত ৯টা ১৫ মিনিটে সিফাতের শশুর বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি মহিষবাথান এলাকার আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ছেলে অষ্ট্রেলিয়া ফেরত মোহাম্মদ আশিফ ওরফে পিসলিকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে আইনজীবী রমজানের বাসায় থাকতেন তিনি। তার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার বাবার বাড়ি রংপুর সদরের ধাতপুকুর এলাকায়। সিফাতের মুত্যুকে পরিকল্পিত হত্যা বলে সন্দেহ করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








