News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে প্রবেশ নিষেধ

পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে প্রবেশ নিষেধ

ঢাকা: পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১ এপ্রিল (বুধবার) হতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্ট্যাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এসময় পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রের ২ শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যাতিত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়