ছাত্রফ্রণ্ট চারুকলা অনুষদের নতুন কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়: চারুকলা অনুষদের কমিটি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
সোমবার দুপুর ১২ টার দিকে চারুকলা অনুষদের পলাশ চত্বরে এক বৈঠকের মাধ্যমে ২০১৪-১৫ সেশনের ৫ সদ্যস্যের কমিটির ঘোষণা করে সংগঠনটি। সভাপতি সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে আসমাউল হোসেন মিলনকে আহবায়ক (মৃৎশিল্প) ও মনুমোহন বাপ্পাকে (ছাপচিত্র) সদস্য সচিব।
এছাড়া সদস্য তামনুভা রসিদ অন্তরা (অংকন ও চিত্রায়ন), চিন্ময়ী পাল রমা (কারুকলা) শাকিলা খাতুন (ভাস্কর্য) করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সোহরাব হোসেন, ছাত্রনেতা রিফাত আরা সালমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








