প্রতিবন্ধী সংগঠনের নয়া কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিবন্ধীদের জন্য গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফের ২০১৫-২০১৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
পিডিএফ ২০১৫-২০১৬ সেশনের কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।
এছাড়া সহ সভাপতি অপূর্ব কুমার পাল ও আব্দুল হাই, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, অফিস সম্পাদক নাজমুল হুদা, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, শিক্ষাবৃত্তি সম্পাদক মুকুল সরকার, মিডিয়া বিষয়ক সম্পাদক গোলাম রাসুল রনি, মোস্তাফিজ রনি, সাদি মাহমুদ নির্বাচিত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








