News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৪, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

দেশে প্রতিষ্ঠা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়

দেশে প্রতিষ্ঠা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়

ঢাকা: দেশে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, “আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি অনেক পুরনো। এ দাবি নিয়ে অনেক আন্দোলন হয়েছে। কেউ সাহস দেখাতে পারেনি। যারা ইসলামের নামে রাজনীতি করে, ইসলামের লেবাসধারী তারাও পারেনি একটি আরবি বিশ্ববিদ্যালয় করতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন।”

সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ উদ্যোগের কথা জানান। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবৈধ কার্যক্রম বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩’র ১১ (১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ২০১৪ সালের ২ এপ্রিল চার বছরের জন্য উপাচার্য পদে প্রফেসর ড. এ এন এম রইছউদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছিল। ব্যক্তিগত কারণে তিনি গত ২৬ অক্টোবর দায়িত্ব থেকে অব্যহতি চাওয়ায় তাকে অব্যহতি দেয়া হয়। একই বছর ৩১ ডিসেম্বর প্রফেসর ড. মো. আহসান উল্লাহকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।”

এম আবদুল লতিফের অপর এক প্র্রশ্নের উত্তরে নাহিদ বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো অবৈধ কার্যক্রম বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস বন্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যয় হ্রাসের জন্য ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’-তে দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ফি কাঠামো তৈরির নির্দেশনা দেওয়া আছে। শিক্ষার্থীদের বেতন হ্রাসের লক্ষ্যে সরকার প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য পরামর্শ দিয়েছে। আশা করা যায় স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যয় কমে যাবে, ফলে শিক্ষার্থীদের বেতন কমানো সহজ হবে।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়