জবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত তিন
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গণিত বিভাগের সেমিনারে বসাকে কেন্দ্র করে নবম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সাথে সপ্তম ব্যাচের কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামের অনুসারী লিখন, তরিকুল ও রাসেলসহ সাত-আটজন সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামের অনুসারী শাহ আলমকে পিটিয়ে আহত করে।
এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদকের অনুসারীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তরিকুল ও রাসেলকে পিটিয়ে আহত করে। এরপর সভাপতি গ্রুপের কর্মীরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে চাইলে অপরপক্ষ ধাওয়া দিয়ে তাদের বের করে দেয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ নিউজবাংলাদেশকে বলেন, “ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে শুনেছি। অনাকাক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








