News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ০৮:২৩, ৩০ মার্চ ২০২০

গরু শিকার করলে বাঘের শাস্তি!

গরু শিকার করলে বাঘের শাস্তি!

ভারতে গত কয়েক বছর ধরে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে গরু। দেশটির ক্ষমতাসীন দল বিজেপির কয়েকজন শীর্ষ নেতা ও মন্ত্রী-এমপিদের গরু নিয়ে করা মন্তব্য বিভিন্ন সময়ে হয়েছে সংবাদের শিরোনাম, সামাজিক মাধ্যমেও সেসব মন্তব্য ভাইরাল হয়েছে। এবার ভারতের গোয়ার বিধায়ক চার্চিল আলেমা দাবি করেছেন, গরু শিকার করলে বাঘের শাস্তি হওয়া উচিত।

কয়েকদিন আগেই মহাদায়ি অভয়ারণ্যে সম্প্রতি চারটি বাঘের মৃত্যু হয়। এক বাঘিনী গ্রামে ঢুকে বেশ কয়েকটি গরু শিকার করেছিল বলে অভিযোগ গ্রামবাসীর। বুধবার গোয়া বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা দিগম্বর কামাট।

এ সময় এনসিপি দলের বিধায়ক চার্চিল বলেন, 'মানুষ যদি গোমাংস খেলে শাস্তি পায়, তাহলে বাঘেরাই বা বাদ যাবে কেন? গরু খেলে বাঘেরও সাজা পাওয়া উচিত।'

এদিকে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত বিধানসভায় জানান, রিপোর্ট অনুযায়ী মহাদায়ি অভয়ারণ্যের পাশের একটি গ্রামে কয়েকদিন থেকে বাঘ হানা দিচ্ছিল। বাঘ বেশ কয়েকটি গরুও শিকার করলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। বাঘের হামলায় যারা গরু বাছুর খুইয়েছেন, তাদের এককালীন আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়