বিজিপির গুলিতে বিজিবি সদস্য আহত, অপহৃত ১
কক্সবাজার: জেলার টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বিপ্লব নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বিপ্লব আহত হয়েছেন। এ ছাড়া নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে বিজিপি।
উপজেলার নাফ নদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বিজিবি সদস্য বিপ্লবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার পর নাফ নদীতে বিজিবির বিশেষ টহল জোরদার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ভোরে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা নৌকা নিয়ে নাফ নদীর লালদিয়া দ্বীপে বিশেষ টহলে যায়। এ সময় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি সদস্যরা ওই বিজিবি সদস্যদের নৌকা লক্ষ্য করে গুলি করে।
এতে বিপ্লব নামে এক বিজিবি জওয়ান গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্যকে ধরে নিয়ে যায় বিজিপি।
বিজিবি কক্সবাজার সেক্টরের জি-২ মেজর আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বিজিবি সদস্যরা দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিলেন। এ সময় একদল চোরকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা।
তিনি জানান, এক পর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহলদলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। এছাড়া বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে বিজিপি সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
তিনি জানান, বিজিবির গুলিবিদ্ধ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধরে নিয়ে যাওয়া সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এর সমাধান করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসআর/এফই
নিউজবাংলাদেশ.কম