News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১২ জুন ২০১৫
আপডেট: ২২:৪১, ১৮ জানুয়ারি ২০২০

মিরসরাইয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

মিরসরাইয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম): উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় পাহাড়ের নিচ থেকে ওই স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার এসআই মো. হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফারহান সাকিব উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারক ঘোণা গ্রামের নাসির আহম্মদের ছেলে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, ফারহান সাকিব স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। তার অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষায় অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে খোঁজ নেওয়া হলে পরিবার নিখোঁজের বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়।

তিনি বলেন, “সাকিব খুবই মেধাবী ছাত্র ছিল।”

জোরারগঞ্জ থানার এসআই মো. হামিদ জানান, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় পাহাড়ের নিচ থেকে সাকিবের গলাকাটা পঁচা লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়