News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ১ অক্টোবর ২০২৫

তারাকান্দায় বৃদ্ধের চুল কাটার ঘটনায় গ্রেফতার ১

তারাকান্দায় বৃদ্ধের চুল কাটার ঘটনায় গ্রেফতার ১

ছবি: নিউজবাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একজন ধর্মভীরু বৃদ্ধের মাথার জটাচুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. মজলু মিয়া (৫০)। তিনি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার মৃত রজব তালুকদারের ছেলে এবং মামলায় সপ্তম আসামি হিসেবে নাম উল্লেখিত।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘হালিম ফকির’ নামে পরিচিত। হালিম উদ্দিন আকন্দ হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর ভক্ত হিসেবে দীর্ঘদিন ধরে ফকিরি জীবনযাপন করছেন। প্রায় ৩৭ বছর ধরে তার মাথায় জট বাঁধা চুল ছিল।

ঘটনার সূত্রপাত প্রায় চার মাস আগে, গত কোরবানির ঈদের কয়েক দিন আগে। উপজেলার কাশিগঞ্জ বাজারে একদল লোক তাকে ধরে জোর করে মাথার জটা, দাড়ি ও চুল কেটে দেয়। এ সময় বৃদ্ধ শারীরিক নির্যাতনের শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। অসহায় অবস্থায় হালিম উদ্দিনকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়— “আল্লাহ, তুই দেহিস।”

এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয়রা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করে। 

স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর থেকে ভুক্তভোগী হালিম উদ্দিন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. শহিদ মিয়া আকন্দ গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে/পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার প্রধান আসামি করা হয়েছে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের প্রধান সোহরাব হোসেন আশরাফীকে। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে সেই স্কুলছাত্রীকে ধর্ষণের আলামত পায়নি মেডিকেল বোর্ড

স্থানীয় সূত্র জানায়, সংগঠনটির সদস্যরা ঢাকা থেকে এসে হালিম উদ্দিনের মাথার চুল কাটার কাজটি করেন।

গ্রেফতারকৃত আসামি মজলু মিয়া মামলার এজাহারভুক্ত সপ্তম আসামি। এছাড়া স্থানীয়ভাবে রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫) নামের আরেকজনও মামলার আসামি।

তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ধর্মভীরু এক বৃদ্ধের প্রতি এমন আচরণে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়