News Bangladesh

ফরিদপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে সালিশ বৈঠক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ২৪

ফরিদপুরে সালিশ বৈঠক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ২৪

ছবি: নিউজবাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী সংঘর্ষে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির নাম জাকু মাতুব্বর (৬০)। তিনি ওই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন অন্তত ১১ জন এবং বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, একটি ভ্যান চুরি নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিরোধ থাকায় রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাহান খানের বাড়ির পাশে বৈঠকের সময় প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে এলাকাবাসীর পিটুনিতে ইউপি সদস্য নিহত

নিহতের ভাতিজা বিপ্লব মাতুব্বর অভিযোগ করেন, খান গোষ্ঠীর সালাউদ্দিন খান কয়েক দিন আগে নলিয়া গ্রাম থেকে একটি ভ্যান চুরি করেন। এ বিষয়ে সালিশ চলাকালে তারা মাতুব্বর গোষ্ঠীর ওপর হামলা চালায়। সংঘর্ষে ইটের আঘাতে তার চাচার মৃত্যু হয়।

সংঘর্ষে নিহতের খবর ছড়িয়ে পড়ার পর খান গোষ্ঠীর আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের জানান, জাকু মাতুব্বরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়