News Bangladesh

নারায়ণগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে এলাকাবাসীর পিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জে এলাকাবাসীর পিটুনিতে ইউপি সদস্য নিহত

নিহত ইউপি সদস্য সোহেল আহমেদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি ও ইউপি সদস্য সোহেল আহমেদকে (৩২) গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। 

নিহত সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেন।

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

তবে সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তাকে মারা হলো বিষয়টা এখনও জানা যায়নি।

বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২-১৩টি মামলা রয়েছে বলে জানান নাসিরউদ্দিন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়