News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৩:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

রসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে (৪২) নামে একজন যুবদল নেতা নিহত হয়েছেন। ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আরও পড়ুন: সখীপুরে কাঠের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ জানান, “এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়