ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু

ছবি: নিউজবাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম দেওয়ার মিনিটখানেক পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত ইনতাজ মৃধার ছেলে।
জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তাকে বিষধর সাপ কামড়ায়। প্রায় এক ঘণ্টা পর স্বজনরা তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সখীপুরে কাঠের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার
হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হন যে তিনি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বেলা ১টার দিকে খলিলকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু মাত্র এক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে. এম. মাহমুদ রহমান জানান, রোগীকে হাসপাতালে আনার সময়ই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সাপে কাটার বেশ কিছুক্ষণ দেরিতে হাসপাতালে আনা হয় এবং সে সময় তিনি বমিও করেছিলেন। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা সত্ত্বেও এন্টিভেনম প্রয়োগের পরপরই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি