News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ছিনতাইকারী ও কিশোর গ্যাং ‘কব্জি কাটা আনোয়ার গ্রুপের’ তিন সক্রিয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ডি ব্লকের ২ নম্বর রোডের একটি খালি প্লটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন (২৫)।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে রিয়াজ ও তার সহযোগী হাবিব ও শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘আইডিসি’ গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এই গ্যাং ছিনতাই, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দিনে-দুপুরে দেশীয় অস্ত্রের মুখে সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়া ছিল তাদের নিয়মিত কৌশল। এ ধরনের বেশ কিছু ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি নবদয় হাউজিং এলাকায় এক কনটেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে নির্যাতন ও তার ব্যবহৃত আইফোন ছিনতাইয়ের ঘটনায়ও এরা জড়িত ছিল বলে পুলিশের দাবি। এছাড়া সূচনা এলাকায় অটোরিকশা ব্যবহার করে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আশপাশের থানায় ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এসআই খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়