News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘আইডিসি’ গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সেনা অভিযানে ‘আইডিসি’ গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ‘আই ডোন্ট কেয়ার’ নামে একটি গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানার লুট হওয়া একটি শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে চারজনকে গ্রেপ্তারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)। দ্য ডেইলি স্টার-এর খবরে রাজুর বয়স ২৮ বছর উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে চুয়া সেলিম গ্রুপের হামলায় রক্তাক্ত মুরগি ব্যবসায়ী

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল নাজিম আহমেদ, যিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের ইনচার্জ, সাংবাদিকদের বলেন, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ‘আই ডোন্ট কেয়ার’ নামের কিশোর-যুব গ্যাং দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের মাধ্যমে এলাকায় নিরাপত্তা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়