News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন কর্মী। 

তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলীতে অবস্থিত গুলশান পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় এবং সেখানে কর্মরত সাতজনের শরীর ঝলসে যায়। তবে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন, দগ্ধ ৫

দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিস্ফোরণ এবং আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়