News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাহজালালে যাত্রীর পেটে মিললো ১ হাজার ইয়াবা

শাহজালালে যাত্রীর পেটে মিললো ১ হাজার ইয়াবা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে লুকানো এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ওই যাত্রীর নাম মো. রাজু মোল্লা (৩২)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশ থেকে এপিবিএন তাকে আটক করে। পরবর্তীতে বিমানবন্দর আর্মড পুলিশ অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ নিহত, ৫ আহত

এপিবিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে টেপ মোড়ানো অবস্থায় ইয়াবার পোটলাগুলো বের করা হয়। প্রতিটি পোটলায় ৫০টি করে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, আমরা বিমানবন্দর ঘিরে যেকোনও অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়