নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ নিহত, ৫ আহত

ছবি: সংগৃহীত
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার ও এলাকায় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে; আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে।
স্থানীয়রা জানিয়েছেন, আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, নদী থেকে বালু উত্তোলন এবং দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই বিরোধ গভীর হয়ে ওঠে এবং দলীয় কর্মসূচিতেও উভয় পক্ষ আলাদাভাবে অংশগ্রহণ করত।
সংঘর্ষের আগে, দীর্ঘদিনের উত্তেজনার কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করেছিল। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে বিএনপি-আওয়ামী লীগ বিরোধপূর্ণ কার্যক্রম পুনরায় শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
আরও পড়ুন: সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে অব্যাহতি
নিহত ব্যক্তির নাম ইদন মিয়া (৫৫/৬২), তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের মধ্যে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ এবং মোট আহত সংখ্যা প্রাথমিকভাবে ২৫ জন ধরা হয়েছে। গুরুতর আহত তিনজনকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও আওয়ামী লীগের কর্মীদের নিয়ে হামলা চালানো হয়। এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।
বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানিয়েছেন, আধিপত্য বিস্তার, নদী থেকে বালু উত্তোলন ও দখল নিয়ে উভয় গ্রুপ দীর্ঘদিন ধরে পরস্পর বিরোধে জড়িত ছিলেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক নিশ্চিত করেছেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
তিনি বলেন, ঘটনার স্থানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া জানিয়েছেন, সংঘর্ষের মূল কারণ এলাকার আধিপত্য বিস্তার। এছাড়া, স্থানীয়রা বিএনপির উভয় গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি