News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫১, ৭ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৪

মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবককে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে পুলিশ রাতের অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় যুবকটিকে লক্ষ্য করে অটোরিকশা থেকে দুইজন নেমে এসে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক মুহূর্তের মধ্যে যুবকের পকেটে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে দ্রুত চলে যায়। ফুটেজে সময় ঠিক ১১টা ৪৬ মিনিট ৫২ সেকেন্ড দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত চারজন হলেন— আজহারুল, নোমান, নাসিম ও জসিম। তারা বসিলা এলাকার ‘মাহী গ্রুপ’ নামে পরিচিত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। 

আরও পড়ুন: মোহাম্মদপুর-আদাবরে তিন ভাইয়ের ‘নিয়ন্ত্রণে’ একত্রিত পাঁচ গ্যাং

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই এবং চুরি সংক্রান্ত ঘটনায় জড়িত ছিল।

মোহাম্মদপুর থানা ও তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, আমরা রাতের অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছি। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মোহাম্মদপুরবাসী এই ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেছে এবং আশা করছে, পুলিশ সক্রিয়তার মাধ্যমে পুনরায় এমন ঘটনা রোধ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়