News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪২, ৪ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে চাঁন গ্রুপের মানিক ও রাজিব গ্রেফতার

মোহাম্মদপুরে চাঁন গ্রুপের মানিক ও রাজিব গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন গ্রুপ’-এর সেকেন্ড-ইন-কমান্ড মানিক (২১) এবং তার সহযোগী রাজিব (২০)কে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর রহিম ব্যাপারী ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।

এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, চাঁন গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এই সময় হাতেনাতে মানিক ও রাজিবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আদাবরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ আহত ৩, আটক শতাধিক

গ্রেফতার মানিক শরীয়তপুর জেলার ডামুড্যা থানার চর মারগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মদপুর রায়েরবাজার পুলপাড় এলাকায় থাকতেন। 

অন্যদিকে রাজিব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানার রহিম ব্যাপারীর ঘাট এলাকায় থাকতেন।

মানিকের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, আর রাজিবের বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়ের ২টি মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, গত ২১ আগস্ট রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে চাঁন বাহিনীর প্রধান সোহেল ওরফে চাঁন ওরফে কালাচানকে (২৬) গ্রেফতার করা হয়েছিল। তখনও ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল চাঁন গ্রুপ। 

পুলিশ জানিয়েছে, এই গ্রেফতারি অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়