News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩০, ২২ আগস্ট ২০২৫

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৪ মিনিটে একটি চলন্ত প্রাইভেটকারের ওপর একটি দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে পড়লে ঘটনাস্থলেই এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন ইউলুপের কাছে একটি চট্টগ্রামগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে, ঢাকাগামী একটি প্রাইভেটকার ওই স্থান দিয়ে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি সরাসরি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়লে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে। 

তারা হলেন উমর আলী (৮০), নুরজাহান বেগম (৬৫), আবুল হাসেম (৫০), আবুল কাশেম (৪৫)।

আরও পড়ুন: এক মোটরসাইকেলে চার আরোহী, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানো হয়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিহতদের মরদেহ সেখান থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যান চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এ অংশে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতি, ইউ-টার্নে বিশৃঙ্খলা এবং ভারী যানবাহনের চাপকে দায়ী করা হচ্ছে। 

স্থানীয়রা বলছেন, দ্রুতগতির কাভার্ডভ্যান ও লরির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এখানে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ ইউ-টার্ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়