News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২২ আগস্ট ২০২৫

এক মোটরসাইকেলে চার আরোহী, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

এক মোটরসাইকেলে চার আরোহী, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন চারজন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল নিহত হন। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: ‘প্রতিবন্ধী ভ্যানচালককে হত্যা করে ভ্যান পুঁতে রাখেন ঘরের মেঝেতে’

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি বলেন, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এর আগে একই দিন সকালে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে আরও তিনজন নিহত হন। ফলে এক দিনে পৃথক দুই দুর্ঘটনায় এক্সপ্রেসওয়েতে মোট ছয়জনের প্রাণহানি ঘটল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়