News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৬ আগস্ট ২০২৫

দুই দিনে এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করল প্রশাসন

দুই দিনে এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করল প্রশাসন

ফাইল ছবি

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সব মিলিয়ে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। উদ্ধার করা পাথরের মধ্যে অর্ধেক ইতোমধ্যেই পুনরায় সাদাপাথরে ফেলা হয়েছে, বাকিগুলোও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

সহকারী কমিশনার (গোপনীয় শাখা ও মিডিয়া সেল) মো. মাসুদ রানা জানান, জব্দকৃত পাথর পর্যায়ক্রমে পর্যটন এলাকায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে, ব্যবসায়ীরা অভিনব কৌশলে মাটির নিচে পাথর লুকিয়ে রেখেছিলেন বলে জানায় জেলা প্রশাসন। কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭ ট্রাক পাথর সাদাপাথরে ফেরত পাঠানো হয়েছে। আরও প্রায় ৫ হাজার ঘনফুট পাথর জব্দ রয়েছে, যা শনিবার পর্যটন এলাকায় ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

অভিযান পরিচালনাকারী সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব, ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির বলেন, “ক্রাশার মালিকরা মাটির নিচে বিপুল পরিমাণ পাথর মজুত করেছিলেন। জব্দ করা সব পাথর ধাপে ধাপে সাদাপাথরে ফিরিয়ে দেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়