News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০০, ১৫ আগস্ট ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে সামির (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় একজন রেফ্রিজারেটর মেকানিক ছিলেন।

সামির তার চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তারা ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেছিলেন। দুপুরের দিকে তারা শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের তোড়ে সামির গভীর পানিতে ভেসে যান।

এ সময় সেখানে কোনো লাইফগার্ড না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তিনি ঢেউয়ের ধাক্কায় তীরের কাছে ভেসে এলে তার বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

গত ছয় মাসে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই প্রবল ঢেউ বা স্রোতের শিকার হয়েছেন। এই সময়ের মধ্যে নদী, খাল ও অন্যান্য জলাশয়ে ডুবে মারা যাওয়াসহ, পুরো জেলায় মোট মৃতের সংখ্যা ৬২ জন। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং পর্যটকদের অসতর্কতাকে চিহ্নিত করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ জানান, পুলিশ নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের হেফাজতে রাখা হয়েছে। সামিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়