News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে মাঠে ফিরছেন রিয়ালের জুড বেলিংহাম

অবশেষে মাঠে ফিরছেন রিয়ালের জুড বেলিংহাম

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। কাঁধের অস্ত্রোপচারের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকলেও আসন্ন চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন তিনি।

২০২৩ সালের নভেম্বরে লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে গুরুতর কাঁধের চোট পান বেলিংহাম। চোট নিয়ে কয়েকদিন খেললেও পরে ব্যথা অসহনীয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত চলতি বছরের জুলাইয়ে লন্ডনে অস্ত্রোপচার করাতে হয় তাকে। তখন ধারণা করা হয়েছিল, সুস্থ হতে তার ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে এবং মৌসুমের শুরুতে মাঠে নামতে পারবেন না।

আরও পড়ুন: ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বার্সেলোনা

কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত পুনর্বাসন শেষ করে আগেই মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সেপ্টেম্বরে নন-কন্টাক্ট ট্রেনিং শুরু করার পরই কোচ জাবি আলোনসো আশা করেছিলেন ‘এল ক্লাসিকোর’ আগে তাকে পাওয়া যাবে। তবে তার প্রত্যাবর্তন আরও আগে হচ্ছে, যা রিয়াল মাদ্রিদের জন্য বড় প্রাপ্তি।

বেলিংহামের ফেরায় শুধু মাঝমাঠেই নয়, বেঞ্চেও গভীরতা বাড়বে। ফলে রিয়ালের ইউরোপীয় অভিযানে নতুন মাত্রা যোগ করবে তার উপস্থিতি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়