কাতারে আর হামলার নির্দেশ দেবেন না নেতানিয়াহু: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র। অনেকেই জানে না, কিন্তু এখন থেকে তিনি (নেতানিয়াহু) কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন।”
গত ৮ সেপ্টেম্বর দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান বাহিনী একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায়। ওই অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনসহ মোট ৬ জন নিহত হলেও বেঁচে যান সংগঠনটির শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং হাইকমান্ডের অন্য সদস্যরা।
অভিযানের কয়েক ঘণ্টা পর (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি জানান, নেতানিয়াহু হামলার কথা আগে জানিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাৎক্ষণিকভাবে দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
তবে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি