News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছালো অ্যালফাবেট

তিন ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছালো অ্যালফাবেট

গুগলের সিইও সুন্দর পিচাই। ছবি: সংগৃহীত

তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছে বিশ্বের চতুর্থ কোম্পানি হলো মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। সোমবার (১৫ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারদর চার শতাংশের বেশি বেড়ে যায়, যা অ্যালফাবেটকে এ মাইলফলকে পৌঁছে দিয়েছে। এর আগে শুধু এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল এ কৃতিত্ব অর্জন করেছিল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা সিএনবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় অনুকূল রায় পাওয়ার পর অ্যালফাবেটের শেয়ারে বড় উত্থান ঘটে। ওই মামলায় বিচার বিভাগ গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করার প্রস্তাব দিলেও বিচারক অমিত মেহতা তুলনামূলক হালকা রায় দেন। ফলে বিনিয়োগকারীদের শঙ্কা কমে যায় এবং শেয়ারদর বেড়ে রেকর্ড উচ্চতায় ওঠে।

অ্যালফাবেটের এই সাফল্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোম্পানিটিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি গুগল ও অ্যালফাবেটের জন্য “খুব ভালো একটি দিন।”

গুগলের শেয়ারবাজারে আসার প্রায় ২০ বছর পর এবং অ্যালফাবেটকে হোল্ডিং কোম্পানি হিসেবে গঠনের ১০ বছর পর এ মাইলফলক এলো। ২০১৯ সালে সুন্দার পিচাই সিইও হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার চাপ সামলে এগোচ্ছে।

আরও পড়ুন: আইওএস-২৬ উন্মুক্ত

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের ভবিষ্যৎ বড়ভাবে নির্ভর করছে তাদের প্রধান এআই সংকলন জেমিনাইয়ের সাফল্যের ওপর, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি বৈশ্বিক এআই দুনিয়ায় বড় ভূমিকা রাখতে চায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়