News Bangladesh

যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৮, ১৯ মে ২০২৫

যশোরে ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ২

যশোরে ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু, আহত ২

ছবি: নিউজবাংলাদেশ

যশোর শহরের শংকরপুর এলাকায় ককটেল বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও দুই শিশু- সজিব হোসেন (৬) ও আয়েশা খাতুন (৩)।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুরের গোলপাতা মসজিদ সংলগ্ন ছোটনের মোড় এলাকার একটি ফাঁকা মাঠে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ও আহত তিন শিশু স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেনের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন ভাইবোন বাড়ির পাশে মাঠে খেলতে গিয়েছিল। খেলার একপর্যায়ে খাদিজা বলের মতো একটি বস্তু খুঁজে পায়, যা তারা খেলনা ভেবে বাসায় নিয়ে আসে। পরে সেটি নিয়ে ঘরে খেলতে গিয়ে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা আঘাতপ্রাপ্ত হয়। দ্রুত স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। দুপুরের দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যায়। 

আরও পড়ুন: মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি, গুলিবিদ্ধ ১, আটক ৩

বর্তমানে আহত দুই শিশু সজিব ও আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপরই যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, শিশুরা যে ককটেল বোমাটি পেয়েছে সেটি কোথা থেকে এলো, কীভাবে রাস্তায় এল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। যারা এমন প্রাণঘাতী বিস্ফোরক এলোমেলোভাবে ফেলে রেখেছে, তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এলাকায় সম্প্রতি কিশোর গ্যাং, মাদক ও অবৈধ বিস্ফোরক ব্যবহার বেড়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় এমন ভয়ঙ্কর বস্তু কিভাবে শিশুদের হাতে পৌঁছালো—তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

শিশু খাদিজার মৃত্যু শুধুমাত্র একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, বরং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে বলে মন্তব্য করেন স্থানীয় এক সমাজকর্মী।

এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় টহল জোরদার ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর দাবি তুলেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়