News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ২৯ এপ্রিল ২০২৫

কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও গোমাতলী এলাকায় বজ্রপাতে আবু তালেব (২৮) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার  (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আবু তালেব ওই গ্রামের মো. সৈয়দের  ছেলে । পেশায় তিনি একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন। 

‘বিকাশের মতো অ্যাপে মোবাইল ইন্টারনেট প্যাকের দাম বেশি রাখা হচ্ছে’

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী বলেন, ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে মো. তারেক বাড়ি থেকে লবণ মাঠে কাজ করতে যান। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে লবণ মাঠে যাওয়ার পথে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।

এবিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, গোমাতলীতে লবণ মাঠে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়