এ কে আজাদের সম্পদের হিসাব চেয়েছে দুদক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে এ নোটিশ দেওয়া হয়েছে। সংস্থাটির পরিচালক কাজী শফিকুল আলম সই করা পৃথক নোটিশ তেজগাঁও শিল্প এলকায় তার অফিসের ঠিকানা বরাবর পাঠানো হয়।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কে আজাদ জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে, বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নিজের ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।
এর আগে ২০১৮ সালের ২২ মে এ কে আজাদকে অভিযোগের বিষয়ে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে একে আজাদ সাংবাদিকদের বলেন, তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য নেই আমার।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস