News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ১৭ অক্টোবর ২০১৯
আপডেট: ০৭:১৯, ১৮ জানুয়ারি ২০২০

২৪ ঘণ্টায় ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৭২ জন এবং বাকি ১৭৬ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ১০১ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৩৯ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪৬টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৫৮টি মৃত্যু পর্যালোচনা করে ৯৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

 

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়