ফরিদপুরে মাদক ও জুয়ার আস্তানা পুড়িয়ে দিলেন ওসি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে ফরিদপুরের সালথায় মাদক, জুয়া ও তাস খেলার ঝুঁপড়ি ঘর ও আস্তানা পুড়িয়ে ধ্বংস করে দিলেন সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিয়মিত ওই ঝুঁপড়ি ঘরে তাস, জুয়া ও মাদক সেবনের সাথে সাথে চলতো অবাধে মাদক কেনা-বেঁচা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নটখোলা গ্রামে ওসির নেতৃত্বে অভিযান চালায় সালথা থানা পুলিশ। এসময় কাউকে আটক করতে না পেরে অবশেষে ঝুঁপড়ি ঘরটি আগুন দিয়ে ধ্বংস করে দেন ওসি।
সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কয়েকদিন হলো সালথা থানায় ওসি হিসেবে যোগদান করেছি। আমি যোগদানের পর থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদকের সাথে যুক্ত কাউকে ছাড় দেয়া হবে না।”
নিউজবাংলাদেশ.কম/এফএ