ফেনীর অপহৃত মৎস্য ব্যবসায়ী উদ্ধার, আটক ২

ফেনীতে অপহরণের পর মীর হোসেন (৩২) নামে এক মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মুক্তিপণের এক লাখ টাকাসহ সাজু উদ্দিন (২৮) ও মো. ফখরুদ্দিন (২৭) নামে দুই অপহরণকারীকে আটক করা হয়।
সোমবার রাতে চট্টগ্রামের বারইয়ার হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, সোমবার দুপুরে ফেনী পৌর মৎস্য আড়ৎ-এর আড়তদার মীর হোসেনকে শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকা থেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
পরে স্বজনদের কাছে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ব্যবসায়ীকে মুক্ত করতে পরিবারের স্বজনরা অপহরণকারীদের এক লাখ টাকা পরিশোধও করে। এতেও তাকে ফেরত দেয়া না হলে ব্যবসায়ীর স্বজনরা ঘটনাটি র্যাব ফেনী কার্যালয়ে জানায়।পরে র্যাব সদস্যরা অভিযানে বের হয়ে চট্টগ্রামের বারইয়ার হাট এলাকা থেকে ব্যবসায়ী মীর হোসেনকে উদ্ধার করে।
এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বানিয়াখালী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজু উদ্দিন ও একই উপজেলার জোরালগঞ্জ থানার আজমনগর গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে মো. ফখরুদ্দিনকে আটক করে। পরে আটককৃতদের কাছ থেকে মুক্তিপণের এক লাখ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/ এসপি