News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২০

শাহজালালে কোটি টাকার সোনা জব্দ

শাহজালালে কোটি টাকার সোনা জব্দ

ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিদেশ ফেরত সাত জন যাত্রীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার পৃথক অভিযানে বিদেশ ফেরত ৭ যাত্রীর দেহ ও লাগেজ তল্লাশি করে দুই কেজি ১৩৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনার মূল্য প্রায় এক কোটি ছয় লাখ টাকা।”

তিনি জানান, মঙ্গলবার কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে মমতাজ বেগম ও আয়েশা বেগম নামে দুই যাত্রী শাহজালালে এসে অবতরণ করেন। তারা বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বের হওয়ার সময় তাদের শরীর ও লাগেজ তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। 

এছাড়া বিদেশ ফেরত আরও পাঁচজন যাত্রীকে তল্লাশি করে আট পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮৩৪ গ্রাম।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়