মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ৯
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর বেলা ১১টা ৪০ মিনিটে আসে। প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কসমিক ফার্মা নামক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ভবনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে, যা নিয়ন্ত্রণে আনতে এখনও বেগ পেতে হচ্ছে।
আরও পড়ুন: মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, মিরপুরে আগুনের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে আটজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে কেমিক্যালের কারণে বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।
আহতদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুপুর আড়াইটার দিকে মো. সুরজ (৩০) শরীরে দুই শতাংশ দগ্ধ অবস্থায়, মো. মামুন (৩৫) ও মো. সোহেল (৩২) ইনহেলিশন ইনজুরি নিয়ে জরুরি বিভাগে এসেছেন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তাদের সঙ্গে সহায়তায় যোগ দিয়েছেন পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কসমিক ফার্মায় আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে পাশের ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যাল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর ফেমাস কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজন নিহত হন।
নিউজবাংলাদেশ.কম/পলি








