পদ্মায় ধরা পড়লো সাড়ে ১৪ কেজি ঢাই মাছ, বিক্রি ৬০ হাজারে
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজি ওজনের একটি ঢাই মাছ। প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া আড়তে নিলামে মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী।
এর আগে, ভোর রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের উজানের পদ্মা নদীতে জেলে সোনাই হলদারের জালে ধরা পড়ে মাছটি। পরে তিনি তা আড়তে নিয়ে আসেন। এ সময় মাছটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় জমায়।
আরও পড়ুন: নিউজবাংলাদেশে সংবাদ প্রকাশের পর ফিরোজা বেগমের পাশে উপজেলা প্রশাসন
মৎস্য ব্যবসায়ী জানান, ঢাই মাছ খেতে সুস্বাদু হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা বেশি। তিনি আরও বলেন, মাছটি বিক্রির জন্য ইতোমধ্যে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








