News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ৩ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

ছবি: ফেসবুক থেকে নেওয়া

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকার গ্রুপ একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। 

জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির পেজ থেকে প্রথম পোস্ট দেওয়া হয়। পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।

পেজে দেওয়া একাধিক পোস্টে হ্যাকাররা নিজেদের পরিচয় নিশ্চিত করেছে। প্রথম পোস্টে জানানো হয়, “পেজটি ‘এমএস ৪৭০এক্স’ (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে।”

এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ঋণ পাচ্ছে রাকাব

দেশের একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকড হওয়ার ঘটনা গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়