রাজধানীর বাজারে আগুন, নাগালের বাইরে মাছ-মাংস-সবজি
ছবি: সংগৃহীত
শুক্রবার রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে দামে অস্থিরতা দেখা গেছে। বৈরী আবহাওয়া ও যোগান সংকটকে অজুহাত দেখিয়ে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ইলিশসহ নিত্যপ্রয়োজনীয় খাবার।
মাছের বাজারে কেজিতে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এক কেজি ওজনের নদীর ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকার বেশি দামে, আর ৭০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৮০০ টাকায়। রুই মাছ কেজি ৫০০ টাকা ও তেলাপিয়া ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে আড়তে মাছের আমদানি কমেছে।
পোল্ট্রি বাজারেও দামের চাপ। সোনালি মুরগি কেজিতে ৩৪০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং ব্রয়লার ১৮০–১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১৫–২০ টাকা বেশি।
আরও পড়ুন: ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরতের ভাবনা
সবজির বাজারে দামে যেন আগুন লেগেছে। গোল বেগুন, কাঁচামরিচ ও টমেটো দেড়শ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চলের সবজি নষ্ট হওয়ায় যোগান কমেছে।
ডিমের বাজারেও অস্থিরতা। দুই সপ্তাহ আগে ডজনপ্রতি লাল ডিম ছিল ১২০ টাকা, এখন বেড়ে হয়েছে ১৪০–১৪৫ টাকা। পাড়া-মহল্লার দোকানে দাম আরও বেশি।
ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও একসঙ্গে সব পণ্যের দাম বৃদ্ধিতে বাজার করা তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








