News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৮, ২৭ জুলাই ২০২৫

বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনছে সরকার

বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনছে সরকার

ফাইল ছবি

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, 'বোয়িংয়ের ব্যবসা পরিচালনা করে কোম্পানিটিই, যুক্তরাষ্ট্র সরকার নয়। আমরা তাদের কাছে ২৫টি উড়োজাহাজের অর্ডার দিয়েছি। ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া এরই মধ্যে ১০০টি করে অর্ডার দিয়েছে।'

সচিব আরও জানান, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী এসব উড়োজাহাজ সরবরাহ করবে, তাই ডেলিভারিতে সময় লাগবে।

আরও পড়ুন: মাইলস্টোনে দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরল আয়ান-রাফিয়া

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো, যখন বাংলাদেশ মার্কিন বাজারে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা ভিয়েতনামের (২০%) ও ইন্দোনেশিয়ার (১৯%) চেয়েও বেশি।

তবে ২৫টি উড়োজাহাজ কিনতে কত অর্থ ব্যয় হবে, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়