আমদানিতে কোনো বাধা নেই: গভর্নর
ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমানে দেশে ডলারের কোনো সংকট নেই; ফলে ব্যবসায়ীরা চাইলে যত ইচ্ছা আমদানি করতে পারবেন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে সফলতা এসেছে। ব্যাংকিং খাতে আমদানিতে কোনো প্রতিবন্ধকতা নেই, কারণ সব ধরনের মার্জিন তুলে নেওয়া হয়েছে।
“যদি কেউ আমদানি করতে না পারে, সেটা সম্পূর্ণ তার নিজের সমস্যা,” মন্তব্য করে তিনি যোগ করেন, “আমদানি করার পর অর্থের ব্যবস্থাপনা করা ব্যবসায়ীদেরই দায়িত্ব।”
আরও পড়ুন: ২০২৭ সালে চালু হচ্ছে সম্পূর্ণ আন্তঃলেনদেন ব্যবস্থা
ড. মনসুর আরও বলেন, দেশে ডলার সংকট নেই এবং রমজানকে কেন্দ্র করে আমদানিতেও কোনো শঙ্কা নেই। ইতোমধ্যে প্রয়োজনীয় সব পণ্যের আমদানি বেড়েছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








