News Bangladesh

দক্ষ ও অভিজ্ঞ কর্মী খুঁজছে এনসিসি ব্যাংক

প্রতিষ্ঠানটি ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর।

১২:২২ ১৫ সেপ্টেম্বর ২০২৫

তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, ফসলের ব্যাপক ক্ষতি 

নদীপাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে যায়। রোববার দিনভর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ ছিল বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে। ফলে তিস্তা নদীর বাম তীরের জেলা লালমনিরহাটের ৫টি উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়। পানি বন্দি হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। ভেঙে যায় চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ডুবে যায় চাষিদের আমন ধানের খেত। বন্যার স্রোতে ভেসে যায় চাষিদের পুকুরের মাছ ও জাগ দেয়া পাট। পানিবন্দি পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরন করা হয়েছে। 

১২:০৫ ১৫ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

এর আগে ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ছয়জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। বর্তমানে পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছিল।

১১:৪৪ ১৫ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন।

১১:২০ ১৫ সেপ্টেম্বর ২০২৫

আইফোন ১৮ সিরিজে ছোট হবে ডাইনামিক আইল্যান্ড

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম বৈশিষ্ট্য। ধারণা ছিল, আইফোন ১৭ প্রো মডেলেই এটি ছোট হবে। তবে পরিবর্তনটি আসছে আইফোন ১৮ সিরিজে। অনেকে এটিকে ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে দেখছেন।

১০:৫৪ ১৫ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: ফখরুল

ফখরুল বলেন, “গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেয়, জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। গণতন্ত্রের অনুশীলন চলমান থাকলে জনগণকে কখনো ক্রীতদাসে পরিণত করা সম্ভব নয়।”

১০:৩২ ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩ ফিলিস্তিনি

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

১০:০৪ ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দুর্দান্ত জয়ে বার্সেলোনা

২৯তম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে লোপেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর রাফিনিয়া ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পর দূরপাল্লার শটে করেন নিজের দ্বিতীয় গোলও। ৬৬তম মিনিটে রাফিনিয়ার জোড়া গোলেই ম্যাচ কার্যত নিশ্চিত হয়ে যায়।

০৯:২৯ ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় মা-বাবার কবরে চিরনিদ্রায় ফরিদা পারভীন

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালন সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

০৯:০৭ ১৫ সেপ্টেম্বর ২০২৫

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্যমতে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত এসআই নিক্কন আঢ্য ও আবু জাফরকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে এসআই নিক্কনকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৮:৪৪ ১৫ সেপ্টেম্বর ২০২৫

যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টার

এ সময় জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানান, নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত হবে। তিনি বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি ও জিডিপি বাড়লেও সে অনুযায়ী বেতন বাড়েনি। তাই সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের পাশাপাশি বিশেষায়িত চাকরির জন্য আলাদা কাঠামো, আয়কর বিবেচনায় বেতন নির্ধারণ, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা, মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয় এবং অবসর সুবিধা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হবে।

০৮:২৭ ১৫ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজের আহ্বান তারেক রহমানের

তারেক রহমান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর থেকে বারবার স্বৈরতন্ত্র হানা দিয়েছে, রাজনৈতিক দল ও সংবাদপত্র নিষিদ্ধ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।

২২:০১ ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে

এর আগে ছাত্রদলসহ দুটি প্যানেল ম্যানুয়াল ভোট গণনার দাবিসহ ১২ দফা প্রস্তাব দেয়। তারা অভিযোগ করে, মেশিনে ভোট গণনা হলে কারচুপির আশঙ্কা রয়েছে। তবে সিইসি বলেন, “রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। হাতে গণনা করলে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে। তাই ওএমআর শিট ব্যবহার করে ভোটগ্রহণ ও গণনা করা হবে।”

২১:৪১ ১৪ সেপ্টেম্বর ২০২৫

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান তরফদার

গত ২৮ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ওইদিনই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রমসচিব করা হয়।

২১:২০ ১৪ সেপ্টেম্বর ২০২৫

নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৭২

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষ থামার পর সেসব স্থান থেকেই একে একে মরদেহ বেরিয়ে আসছে।

২০:৫৭ ১৪ সেপ্টেম্বর ২০২৫

‘নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে’

জাকির আহমেদ খান বলেন, গত এক দশকে মূল্যস্ফীতি-জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। একটি সময়োপযোগী বেতনকাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতনকাঠামো গঠন; আয়কর পরিশোধ বিবেচনায় বেতনকাঠামো; বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ; মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরূপণ; সময়োপযোগী পেনশনসহ অবসর–সুবিধা নির্ধারণ; কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ করছে।

২০:১৮ ১৪ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: বাবর

বাবর আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে; লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, প্রধান উপদেষ্টা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে চান।

১৯:৫৭ ১৪ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ প্রকাশে সাংবাদিকের নামে মামলা, নিন্দার ঝড়

এক বিবৃতিতে লালমনিরহাটের হাতীবান্ধা প্রেস ক্লাবের সম্পাদক নুরুল হক বলেন, `সড়কে সংস্কার কাজ দখল` শিরোনামে সংবাদ প্রকাশের জেরে বাংলানিউজ এবং আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আসামি করা হয়েছে। ২০২৩ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা, বাংলাদেশের সাংবাদিক সমাজ, এই ধরনের হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

১৯:৪৪ ১৪ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন জটিল পর্যায়ে যাচ্ছে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতির কাছে এমন কোনো নিদর্শন রাখতে চাই না, যা দু’দিন পরেই চ্যালেঞ্জের মুখে পড়বে। জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ না হয়, এমন বাস্তবায়ন পদ্ধতি বের করতে হবে।”

১৯:২৮ ১৪ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন

নিবন্ধনপ্রত্যাশী নতুন ২২টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা দফতরের কার্যকারিতা সরেজমিন তদন্ত করে মাঠ কর্মকর্তাদের গত ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল

১৯:২৪ ১৪ সেপ্টেম্বর ২০২৫

টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর বলে জানান তিনি। সরকারের প্রত্যাশা, কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে শিশুদের জীবন সুরক্ষার পাশাপাশি দেশে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমবে।

১৮:৫৪ ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢামেকের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, ২৭ সপ্তাহে অনাকাঙ্ক্ষিতভাবে এ সন্তানদের জন্ম হয়েছে। নবজাতকদের মধ্যে তিনজনের ওজন ৮০০ গ্রাম এবং বাকিদের ৯০০ গ্রাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এ পরিস্থিতিকে তিনি “ভয়াবহ” বলে উল্লেখ করেন। তবে ভাগ্য সহায় হলে তারা বেঁচে থাকতে পারে।

১৮:২৭ ১৪ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

দীর্ঘদিন ধরে একটি চক্র নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাচারের চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অভিযানে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই সময় পাচারকারীরা পালিয়ে  যায়

১৮:০২ ১৪ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামের উদালগুরি।

১৮:০০ ১৪ সেপ্টেম্বর ২০২৫