টাইফয়েড প্রতিরোধে ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত
বাংলাদেশে টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। শিশুদের জন্য বিনামূল্যে এ টিকা দেওয়া হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান।
তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এ টিকা শুধু সাধারণ টাইফয়েড নয়, ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর বলে জানান তিনি। সরকারের প্রত্যাশা, কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে শিশুদের জীবন সুরক্ষার পাশাপাশি দেশে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং মারা যায় এক লাখেরও বেশি মানুষ। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রায় আট হাজার মানুষের মৃত্যু ঘটে; মৃতদের ৬৮ শতাংশই শিশু।
আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ
বিশেষজ্ঞরা বলছেন, দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ানো এ রোগ প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ সমাধান। একইসঙ্গে স্বাস্থ্য সচেতনতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, দেশব্যাপী এ কর্মসূচি চালু হলে টাইফয়েড রোগীর সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি ওষুধ প্রতিরোধী সংক্রমণের ঝুঁকিও কমে আসবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








