মুসল্লিদের জন্য সুখবর: ঘনিয়ে আসছে রমজান
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। বিশ্বের মুসল্লিরা এই মাসের আগমনে নিজ নিজ ইবাদতে মগ্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (০৮ নভেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে ইসলামিক ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’।
২০২৬ সালের রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।
এমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত হয়ে যাবে। তাই খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না এবং রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারির পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোতে রমজানের প্রথম দিকে প্রায় ১২ ঘণ্টা রোজা পালন করতে হবে, যা রমজানের শেষের দিকে ১৩ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে, যদিও সেখানে অভিযোগ রয়েছে যে সৌদি কর্তৃপক্ষ তাদের নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।
মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হওয়ার কারণে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।
এভাবে মুসল্লিরা আগামী বছর এক মাসব্যাপী ইবাদত ও আত্মশুদ্ধিতে মগ্ন হবেন, রোজার দৈর্ঘ্য ও চাঁদ দেখার সময়সূচি অনুসারে রোজার সময় ও প্রস্তুতি অনুসরণ করবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








