প্রফেসর রথীন্দ্রনাথ বোস আর নেই
নড়াইল: জেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফর রিসার্চ প্রফেসর ড. রথীন্দ্রনাথ বোস চলে গেলেন না ফেরার দেশে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার দিকে তিনি যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার কমলাপুর গ্রামের বোস পরিবারে জন্মগ্রহণ করেন ড. রথীন্দ্রনাথ বোস। বৈদ্যনাথ বোস ও তৃপ্তিলতা বোসের ছয় ছেলে ও চার মেয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে।
এ বিভাগ থেকেই প্রথন শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ ১৯৭২ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রথীন্দ্রনাথ বোস। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি ১৯৭৩-৭৪ মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রসংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছরের বেশি সময় শিক্ষকতা করেন। এরপর ১৯৭৮ সালে উচ্চশিক্ষার্থে চলে যান যুক্তরাষ্ট্রে এবং পিএইচডি শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। তবে এখনও তার পরিবারের বেশির ভাগ সদস্যই বাংলাদেশে বসবাস করছেন।
সলিড টিউমার ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রফেসর বোস। প্লাটিনামভিত্তিক পরবর্তী প্রজন্মের এ ওষুধটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল পরীক্ষার আওতায় রয়েছে। এরই মধ্যে তা ‘ফসপ্লাটিন থেরাপিউটিকস’ নামে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের লাইসেন্সও পেয়েছে।
ড. রথীন্দ্রনাথ হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফর রিচার্সের দায়িত্ব পালনের পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়টির রসায়ন, বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্যান্সার থেরাপিউটিকস ও ফুয়েল-সেল ইলেকট্রোক্যাটালিস্টের ওপর চারটি অপেক্ষমাণসহ মোট দশটি পেটেন্টের অধিকারী তিনি।
নিহত ড. রথীন্দ্রনাথ বোসের ভাই জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সুবাসচন্দ্র বোস নিউজবাংলাদেশকে বলেন, “ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।”
নিউজবাংলাদেম.কম/এসআই/এটিএস
নিউজবাংলাদেশ.কম








