News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:২১, ১৯ জানুয়ারি ২০২০

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনার এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক রশিদ খান।

ম্যাচটি শুরু হচ্ছে সন্ধা সাড়ে ছয়টায়। সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে গতকাল সেই জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে। তবে আইসিসির টি-টোয়েন্টিরে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে আফগানরা।

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে। সেখানে আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

একই একাদশ নিয়ে বাংলাদেশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আগের দিন জিম্বাবুয়ে বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে আফগানরা সেই একই একাদশ নিয়ে মাঠে নেমেছে রশিদ খানের দলটি।

ইয়াসিন আরফাতের চোটে শেষ মুহূর্তে আবু হায়দারকে দলে নিয়েছিল বাংলাদেশ। তবে একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এক্দশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়