News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭, ১ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর, আর শেষ দিনেই প্রক্রিয়া সম্পন্ন করে সরে দাঁড়ালেন তামিম।

দীর্ঘদিনের খেলোয়াড়ি জীবনের পর বোর্ডে যোগ দিয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয়ভাবে অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছিলেন দেশের অন্যতম সফল এই ব্যাটার। তবে শেষ মুহূর্তে তিনি আর নির্বাচনে লড়ছেন না।

তামিমের সরে দাঁড়ানোয় নির্বাচনের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্র বদলে গেছে। অনেকের মতে, এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে গেছে।

আরও পড়ুন: ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ৫০ খেলোয়াড়ের চিঠি

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন: ঢাকা ৩, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ এবং বরিশাল ১ জন।

ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন।

ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।

তামিমের না থাকায় বিসিবি নির্বাচনের প্রতিযোগিতায় নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়