News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ আগস্ট ২০২৫

আজ শুভ জন্মাষ্টমী

আজ শুভ জন্মাষ্টমী

ছবি: ইন্টারনেট

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। শনিবার (১৬ আগস্ট) দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করছে দেশের হিন্দু সম্প্রদায়।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন।

সনাতন ধর্মমতে, পৃথিবীতে অধর্ম বেড়ে গেলে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে আবির্ভূত হন।

শনিবার সরকারি ছুটি। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলোও বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক বাণীতে তিনি বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তিনি সর্বদা শুভশক্তিকে রক্ষায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আবহমানকাল ধরে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ইসলামে জুমার দিনের গুরুত্ব ও মর্যাদা

এদিকে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে। রাজধানীর পলাশীর মোড়ে মিছিল উদ্বোধন করবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়