দেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা যে যেখানেই থাকুক, তাদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ সময় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি একজন আমেরিকায় আরেকজন কানাডায় আছেন। আমেরিকায় যিনি আছেন, তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। কানাডায় যিনি আছেন, তাঁকে ফিরিয়ে আনতে আইনি চেষ্টা চালানো হচ্ছে। বাকি চারজন কে-কোথায় আছেন, তাঁদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
আনিসুল হক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকেও হত্যার ষড়যন্ত্র করা হয়। বাংলাদেশকে মিনি পাকিস্তান তৈরি করার জন্য চেষ্টা ছিল। প্রায় তৈরিও করা ফেলা হয়েছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে।
আইনমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার কার্যক্রম শুরু করে। ২০০১ সালে পর্যন্ত এ বিচার কার্যক্রম চলে। আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেই বিচার কাজ বন্ধ করে দিয়েছিল।
পরে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডে শহীদ বঙ্গবন্ধুসহ সবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পিআর