খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন স্পেন-সুইডেনের রাষ্ট্রদূত
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করবেন স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ। পরে রাত সাড়ে ৮টায় সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম
নিউজবাংলাদেশ.কম